দাম কমবে ইলিশ মাছের

চলতি বছর শ্রাবণের প্রারম্ভ থেকেই ইলিশের আমদানি প্রচুর। কলকাতার বাজারগুলিতে বেশ ভালোরকম রয়েছে ইলিশ মাছের যোগান। সেপ্টেম্বর-অক্টোবর থেকেই শুরু হয়ে যায় উৎসবের মরশুম। আসন্ন কালীপুজো এবং ভাইফোঁটার খাওয়াদাওয়ায় ফের ইলিশের খোঁজ করবেন ভোজনরসিকরা।

ইলিশের মরশুমের প্রথম থেকেই দাম ছিল চড়ার দিকে। পাশাপাশি চাহিদার তুলনায় যোগান কম থাকায় আরোই বেড়ে গিয়েছিল দর। এদিকে দুর্গাপুজো উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশের আমদানি হিসেবের তুলনায় ঢের কম এসেছে। যদিও দুর্গাপুজোর পরপরই সরকারি নিয়মে মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি হয়।

মৎস্যজীবী সংগঠনের তরফে জানানো হয়েছে, ১২ তারিখের পর থেকেই ট্রলার রওনা দিয়েছে সমুদ্রের দিকে। আর ভাইফোঁটার আগেই ফিরে আসবে তারা। মনে করা হচ্ছে, ট্রলারগুলি ফিরলে দাম কমবে ইলিশের। এবছর আবহাওয়া প্রতিকূল থাকায় মৎস্যজীবীরা বেশি সমুদ্রে যেতে পারেননি। কিন্তু এখন আবহাওয়া ঠিক থাকায় জালে আবার মাছ উঠবে বলে আশা করা হচ্ছে।