হরপা বানে ভয়াবহ পরিস্থিতি! আটকে পড়ল যাত্রীবাহী বাস, প্রাণে বাঁচলেন সকল যাত্রী

মাদারিহাটের জামতালা এলাকায় ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি, বাঙরি নদীতে হঠাৎ হরপা বান নামার ফলে বুধবার সকালে টোটোপাড়া গামী রুটে চলা একটি যাত্রীবাহী বাস হঠাৎই প্রবল স্রোতের মধ্যে পড়ে আটকে যায় নদীর মাঝপথে।

জানা গেছে, টানা বৃষ্টি ও ভুটান পাহাড়ে প্রবল বর্ষণের কারণে ফুলেফেঁপে উঠেছে খরস্রোতা বাঙরি নদী। আচমকা নেমে আসা এই হরপা বানে পুরো এলাকা কার্যত জলমগ্ন হয়ে পড়ে। সেসময় নদী পার হচ্ছিল যাত্রীবোঝাই বাসটি, আর সেখানেই ঘটে বিপত্তি।

তবে সৌভাগ্যবশত, কোনো বড় দুর্ঘটনা ঘটেনি। উপস্থিত লোকজন ও বাসচালকের তৎপরতায় বাসের যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে নিরাপদ স্থানে আশ্রয় নেন। সকলেই অক্ষত অবস্থায় প্রাণে বাঁচেন।

ঘটনার পর থেকে মাদারিহাট ও টোটোপাড়ার মধ্যে সড়ক যোগাযোগ সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। এলাকার মানুষজন আতঙ্কে দিন কাটাচ্ছেন। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে সাথে বাঙরি নদীর স্রোতের গতি ও জলস্তর নিয়ন্ত্রণে এলে যোগাযোগ পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া হবে বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বর্ষাকালে এই অঞ্চলে বারংবার এমন হরপা বান দেখা যায়, কিন্তু আজকের মতো এমন ভয়ানক পরিস্থিতি অনেকদিন পর দেখা গেল। প্রশাসনের কাছে তাদের আবেদন—স্থায়ী সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে এমন বিপজ্জনক পরিস্থিতি আর না ঘটে।