শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি থানা এলাকার লেকটাউনে মোবাইলের দোকানে ভয়াবহ চুরি

শিলিগুড়ি শহরের ৩৩ নম্বর ওয়ার্ডের একটি মোবাইলের দোকানে চুরির ঘটনায় আজ চাঞ্চল্য ছড়িয়েছে। গতকাল গভীর রাতে দোকানের শাটার ভেঙে প্রায় ১৪ থেকে ১৫ লক্ষ টাকার নামী-দামি ব্র্যান্ডের মোবাইল ফোন চুরি করে নিয়ে যায় চোর। অভিযোগ পাশাপাশি ক্যাশ বাক্সে থাকা নগদ টাকাও চুরি হয়েছে বলেই জানা গেছে।

আজ সকালে ঘটনাটি সবার প্রথমে নজরে আসে দোকানের কর্মী বিজয় দাসের। সকালে দোকান খুলতে এসে তিনি ভাঙা শাটার ও দোকানের ভেতরের সবকিছু তছনছ অবস্থায় দেখতে পান। সঙ্গে সঙ্গে তিনি বিষয়টি দোকানের মালিক অভিষেক মোদককে জানান। খবর পেয়ে দোকানের মালিক দোকানে এসে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন। ফুটেজ দেখে অভিষেক মোদক জানান, চুরির ঘটনায় মাত্র একজন দুষ্কৃতী জড়িত রয়েছে বলেই প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।

এই চুরির ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন ঐ দোকানের মালিক। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এদিকে দোকানে চুরির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা সহ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। পাশাপাশি লেকটাউন প্রধান সড়কে থাকা সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।