কিভাবে হলো কোটি টাকার সম্পত্তি

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই নিয়োগ দুর্নীতি নিয়ে ফের সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

সংস্থা। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় ‘মিডলম্যান’ প্রসন্ন রায়ের পুরুলিয়ার শ্বশুরবাড়িতে তল্লাশি তদন্তকারী সংস্থা ইডির। উল্লেখ্য, এর আগে প্রাথমিকে চাকরি বিক্রির মিডলম্যান হিসাবে গ্রেফতার হয়েছিলেন প্রসন্ন।

২০২২ সালের অগাস্ট মাসে সিবিআই এর হাতে গ্রেফতার হয়েছিলে প্রসন্ন রায়। জানা যায়, সম্পর্কে তিনি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ভাগ্নি-জামাই! রংমিস্ত্রি থেকে দুবাইয়ের হোটেল মালিক। প্রসন্নর উল্কাগতির উত্থানেই কার্যত চোখ কপালে ওঠে গোয়েন্দাদের। তিনি আসলে চাকরিপ্রার্থী ও প্রশাসনিক কর্তাদের মাঝে মধ্যস্থতাকারী হিসাবে কাজ করতেন বলে অভিযোগ সামনে আসে।