কত ঘণ্টায় পৌঁছানো যাবে হাওড়া থেকে দিল্লি

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। বর্তমানে মুম্বাই এবং আহমেদাবাদের মধ্যে বুলেট ট্রেনের কাজ দ্রুত এগিয়ে চলেছে। ঠিক এই আবহেই এবার একটি বড় আপডেট সামনে এসেছে।

জানা গিয়েছে, ইতিমধ্যেই দিল্লি এবং হাওড়ার মধ্যে বুলেট ট্রেন চালানোর প্রস্তুতিও শুরু হয়েছে। এই বুলেট ট্রেন দিল্লি থেকে হাওড়া পর্যন্ত চলবে। সফরকালে বুলেট ট্রেনের গতিবেগ হবে ঘণ্টায় ৩৫০ কিলোমিটার। এমতাবস্থায়, দিল্লি থেকে পাটনা পৌঁছতে ৪ ঘন্টারও কম সময় লাগবে।

এই ট্রেন মারফত দিল্লি থেকে হাওড়া পৌঁছনোর জন্য ৯ টি স্টেশন তৈরি করা হবে। প্রথম স্টেশনটি হবে দিল্লি। দিল্লি ছেড়ে যাওয়ার পর, ট্রেনটি সরাসরি আগ্রা ক্যান্টে পৌঁছবে। তারপর ট্রেনটি কানপুর সেন্ট্রাল থেকে অযোধ্যা এবং লখনউ হয়ে বারাণসী পৌঁছবে। বারাণসী থেকে ছেড়ে সেটি সরাসরি পাটনা এবং আসানসোলে থামবে। শেষ স্টপ হবে হাওড়ায়।