জলপাইগুড়িতে বিশেষ নাকা চেকিংয়ে বিপুল বিদেশি মদ উদ্ধার, দুই যুবক গ্রেপ্তার

বিশ্বস্ত সূত্রের ভিত্তিতে ডিডিইউ ও কোতোয়ালি থানার যৌথ টিম শনিবার ভোরে এনএইচ-২৭-এর বিবেকানন্দপল্লীতে বিশেষ নাকা চেকিং চালায়। এসময় আটক হয় একটি ছয়চাকা কনটেইনার এবং গ্রেপ্তার করা হয় দুই যুবক—রাকেশ কুমার যাদব (৩০) ও অভদেশ কুমার (২০), দুজনেই বিহারের দরভাঙ্গা জেলার বাসিন্দা।

গাড়ির চালকের আসনের পিছনে তৈরি বিশেষ চেম্বার থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ বিদেশি মদ—২৪০ বোতল ৩৭৫ মি.লি. ও ৯৬ বোতল ৭৫০ মি.লি.  এর Imperial  Blue Whisky এবং ২০৫ বোতল Royal Stag Deluxe Whisky। প্রাথমিক জেরায় ধৃতরা স্বীকার করে, মদ অরুণাচল প্রদেশ থেকে বিহারে পাচারের উদ্দেশ্যে আনা হচ্ছিল।

এ ঘটনায় কোতোয়ালি থানায় নির্দিষ্ট মামলা রুজু হয়েছে বলে এদিন দুপুর এ জেলা পুলিশ সুপার উমেশ খান্ডাবাহাল প্রেস বিজ্ঞপ্তিতে জানান।