শহরের বুকে কাঁড়ি কাঁড়ি টাকা উদ্ধার করে সাফল্য পেল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বুধবার রাতে শিলিগুড়ির হাসমি চকে অভিযান চালিয়ে এক যুবককে আটক করে পুলিশ। তার হেফাজত থেকে উদ্ধার হয় প্রায় ৩০ লক্ষ টাকা।
অভিযানে নেতৃত্ব দেন শিলিগুড়ি থানার আইসি প্রসেনজিৎ বিশ্বাস সহ এন্টি ক্রাইম উইং-এর ওসি উদয় চক্রবর্তী। পুলিশের সূত্রে জানা গিয়েছে, একটি স্কুটিতে করে যাচ্ছিল ওই যুবক। সন্দেহ হওয়ায় তাকে থামিয়ে তল্লাশি চালাতেই তার ব্যাগ থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ নগদ অর্থ।
আটক যুবকের নাম মোঃ ওয়াসিম, উত্তরপ্রদেশে বাসিন্দা। পুলিশি প্রাথমিক তদন্তে উঠে আসে ধৃত যুবক ভারত – বাংলাদেশ সীমান্ত সংলগ্ন ফুলবাড়ী এলাকায় বসবাস করতো। এত টাকা কোথায় নিয়ে যাচ্ছিল ও কী উদ্দেশ্যে কাছে রেখেছিল খতিয়ে দেখছে পুলিশ।
প্রসঙ্গত দিল্লির লালকেল্লা বিস্ফোরণের ঘটনার পর থেকেই সতর্ক রাজ্য পুলিশ প্রশাসন। শিলিগুড়ি পুলিশও শহর জুড়ে চলছে বাড়তি নজরদারি। এর মধ্যেই শহরের কেন্দ্রে এত বিপুল পরিমাণ টাকা উদ্ধার হওয়ায় শুরু হয়েছে জোর তদন্ত। টাকা গণনার জন্য বিশেষ মেশিন এনে পুলিশ ওই ৩০ লক্ষ টাকা গণনা করে উদ্ধার হওয়া টাকা জব্দ করেছে।
ধৃতের ফোন কল রেকর্ড, যোগাযোগের সূত্র ও টাকার উৎস ও গন্তব্য—সবই কিছুই খতিয়ে দেখছে শিলিগুড়ি থানার পুলিশ। জানা যায় ধৃত মোঃ ওয়াসিমকে বৃহস্পতিবার শিলিগুড়ি আদালতে পেশ করা হবে।
শিলিগুড়ি শহরে সাম্প্রতিক সময়ে এত বড় অঙ্কের টাকা উদ্ধার এই প্রথম, বলে জানিয়েছে পুলিশ।
