লোকালয় থেকে উদ্ধার বিশাল রক পাইথন

সকালে জলপাইগুড়ি জেলার পশ্চিম দুরামারী এলাকায় একটি বিশাল রক পাইথন উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরেই এলাকাবাসী একটি ক্যানেলের ধারে সাপটিকে দেখতে পাচ্ছিলেন। প্রচণ্ড শীতের দাপটে এদিন সকালে রোদ পোহাতে বেরিয়ে আসে বিশাল আকৃতির ওই রক পাইথনটি।

সাপটিকে রোদ পোহাতে দেখে আতঙ্কিত স্থানীয়রা প্রথমে এলাকার পঞ্চায়েত সমিতির সদস্য দেবর্ষি বিশ্বাসকে বিষয়টি জানান। তিনি দ্রুত বিন্নাগুড়ি ওয়াইল্ডলাইফ স্কোয়াডে খবর দেন। বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই কয়েকবার সাপটি লুকিয়ে পড়লেও, আজ স্থানীয়দের সক্রিয় সহযোগিতায় অবশেষে সেটিকে ধরতে সক্ষম হন বনকর্মীরা।

পরবর্তীতে বিন্নাগুড়ি ওয়াইল্ডলাইফ বিভাগের কর্মীরা রক পাইথনটিকে নিরাপদে উদ্ধার করে নিয়ে যান। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া সাপটি সম্পূর্ণ সুস্থ রয়েছে। প্রয়োজনীয় পর্যবেক্ষণের পর সেটিকে নিরাপদে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।