বিশাল বার্মিজ পাইথন উদ্ধার হল মাদারিহাটে। বেশ কয়েকদিন ধরেই মাদারিহাটের মেঘনাথ সাহা নগর এলাকায় একটি বিশালাকার বার্মিজ পাইথনের দেখা মিল ছিল। কিন্তু দেখা দিয়েই সেটি মিলিয়ে যাচ্ছিল নিমেষের মধ্যে। বহু চেষ্টা করেও স্থানীয়রা কিছুতেই ধরতে পারছিল না সেটিকে।মঙ্গলবার দুপুরে মাদারিহাটের মেঘনাথ সাহা নগর সংলগ্ন এলাকায় রেললাইনের ধারে ফের দেখা যায় সেই বিশালাকার পাইথনটিকে। এরপরেই খবর যায় বন দপ্তরের কাছে। স্থানীয়দের সহায়তায় বনদপ্তরের কর্মীরা সেটিকে উদ্ধার করতে সক্ষম হন।
জানা গেছে, পাইথনটির দৈর্ঘ্য সাড়ে ১৫ ফুট লম্বা। উদ্ধার হওয়া বার্মিজ পাইথনটির স্বাস্থ্য পরীক্ষা করে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।
মাদারিহাটে উদ্ধার বিশাল আকৃতির বার্মিজ পাইথন
