শিলিগুড়ির রাস্তায় ভেঙে পড়লো বিশালাকার গাছ, ব্যাহত হল যান চলাচল

শিলিগুড়ির হাসপাতাল মোড়ের কাছে পূর্ত দপ্তরের বাংলোর সামনে ভেঙে পড়লো বিশাল গাছ। বৃহস্পতিবার রাস্তার উপরে গাছ ভেঙে পড়ায় ব্যাহত হয় যান চলাচল। বুধবার রাত থেকে বৃষ্টির জেরে গাছটি ভেঙে পড়ে রাস্তার উপর। পাশেই একটি ফুলের দোকান রয়েছে। আংশিকভাবে দোকানটি ক্ষতিগ্রস্ত হয়। এদিকে রাস্তার উপর গাছ ভেঙে পড়ায় সকাল থেকে কয়েক ঘণ্টার জন্য যান চলাচল ব্যাহত হয়। হাশমি চক থেকে হাসপাতাল মোড়, কোর্টমোড়ের যান চলাচল স্তব্ধ হয়ে ছিল। পরে পুরনিগমের কর্মীরা গাছ কাটার কাজ শুরু করেন। রাস্তা থেকে গাছ সরিয়ে যান চলাচল শুরু করানো হয়।