গভীর রাতে গৃহস্থের শোবার ঘরে ফোঁসফোঁস শব্দ। হঠাৎ করে দেখা গেল আলমারির পেছনে বিশালাকার সাপ। ঘটনা জলপাইগুড়ি শহর সংলগ্ন মধ্য সেবা গ্রাম এলাকায়।
রাতেই খবর দেওয়া হয় পরিবেশ প্রেমি বিশ্বজিৎ দত্ত চৌধুরীকে।তিনি পৌঁছে যান সেবা গ্রামের সেই গৃহস্থের বাড়িতে। এদিকে বাড়ির লোকজনের চিৎকার চেঁচামেচিতে আশেপাশের মানুষ ভিড় জমান সাপ দেখতে।
পরিবেশ প্রেমী বিশ্বজিৎ দত্ত চৌধুরী পৌঁছে শোবার ঘরের ভেতর ঢুকে আলমারি পেছনে থেকে বিশাল আকার বিষধর গোখরা সাপ উদ্ধার করে। তারপর আশেপাশের মানুষকে অবগত করে সাপ সম্বন্ধে। পরে সাপটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয় বলে বিশ্বজিৎ বাবু জানান।