হিউম্যান ট্রাফিকিং এবং চাইল্ড সেফটি আ্যাওয়ারনেস ক্যাম্প জলপাইগুড়ি। ডেঙ্গুয়াঝার চা বাগান এবং ভান্ডিগুড়ি চা বাগানে এই সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। শিশু চাইল্ড ডেভেলপমেন্ট ফোরাম স্বেচ্ছাসেবী সংস্থা এবং পূর্ব বর্ধমান জেলার পরশপাথর স্বেচ্ছাসেবী সংস্থার যৌথ উদ্যোগে জলপাইগুড়ি দুটি চা বাগানের প্রায় ৩০০ জন শ্রমিক পরিবারের শিশু ও মায়েদের হাতে শীতের কম্বল তুলে দেওয়া হলো, এবং শিশুদের হাতে ড্রইং বুক পেনসিল, ইত্যাদি তুলে দেওয়া হলো।
পাশাপাশি হিউম্যান ট্রাফিকিং এবং চাইল্ড সেভটি নিয়ে সচেতনতা মুলক ক্যাম্পের আয়োজন করা হয়। ট্রাফিকিং এর উপর একটি ছোট্ট অভিনয় করে দেখায় শিশু চাইল্ড ডেভেলপমেন্ট ফোরাম এর সম্পাদক মধুমিতা দাস। কিভাবে ট্রাফিকিং আটকানো যায় সে নিয়েও আলোচনা করা হয়, এবং শিশুদের ভালো স্পর্শ এবং খারাপ স্পর্শ নিয়েও আলোচনা করা করা হয়। এই ক্যাম্প আরো অন্যান্য জায়গায় করা হবে উদ্যোক্তারা জানান।
