গণেশ পূজায় মানবিক উদ্যোগ: শিলিগুড়িতে দুস্থদের জন্য বস্ত্র ও স্বাস্থ্য শিবিরের আয়োজন

বৃহস্পতিবার শিলিগুড়ির বাড়িভাষা রামকৃষ্ণ মিনি মার্কেট কমিটির উদ্যোগে গণেশ পূজো উপলক্ষে এক বিশেষ সামাজিক কর্মসূচির আয়োজন করা হলো। এই উদ্যোগে ছিল দুস্থদের জন্য বস্ত্র বিতরণ, স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং প্রসাদ বিতরণ। ক্লাব সদস্যরা জানান, গত তিন বছর ধরে এই বাজার প্রাঙ্গণে গণেশ পূজোর আয়োজন করা হচ্ছে।

তবে এ বছর প্রথমবার তারা সামাজিক দায়িত্ব পালনে বিশেষ পদক্ষেপ নিয়েছেন।  বিগ বাজেটের ঘোষণা করে সেখান থেকে কিছু অর্থ সঞ্চয় করে সেই অর্থ দিয়ে প্রয়োজনে থাকা মানুষদের মুখে হাসি ফোটানোর উদ্যোগ নেন উদ্যোক্তারা। এদিন প্রায় ৫০০ জন বৃদ্ধার হাতে শাড়ি এবং ৩০০ জন খুদের হাতে নতুন বস্ত্র তুলে দেন ক্লাব কমিটির সদস্যরা।

এছাড়াও স্বাস্থ্য সচেতনতার লক্ষ্য নিয়ে আয়োজিত হেলথ চেকআপ ক্যাম্পে বিভিন্ন চিকিৎসক দ্বারা পরীক্ষার ব্যবস্থা করা হয়। উদ্যোক্তাদের আশা, এই উদ্যোগ আগামী দিনগুলোতে আরও বেশি মানুষের কাছে পৌঁছে যাবে এবং সমাজের জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে।