আইসিআইসিআই প্রুডেনশিয়াল লাইফ ইন্স্যুরেন্স ‘ICICI Pru Wealth Forever’ নামে একটি নতুন প্রোডাক্ট চালু করেছে, যা উত্তরাধিকার পরিকল্পনার জন্য একটি সহজ ও কর-সাশ্রয়ী সমাধান দেয়। যাঁরা তাঁদের প্রিয়জনদের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে চান, এই প্রোডাক্টটি বিশেষভাবে তাঁদের কথা মাথায় রেখেই তৈরি। এই পলিসির আওতায় গ্রাহকের লাইফ কভার প্রতি মাসে ধীরে ধীরে বাড়তে থাকে, গ্রাহকের বয়স ৯৯ বছর হওয়া পর্যন্ত। কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে গ্রাহকের মৃত্যু হলে, সম্পূর্ণ লাইফ কভার অর্থ—যা সম্পূর্ণ করমুক্ত—মনোনীত উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হয়। উত্তরাধিকার পরিকল্পনাকে সহজ ও ঝামেলাহীন করতে ‘ICICI Pru Wealth Forever’ বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। আর যদি গ্রাহক পলিসির পুরো মেয়াদ অতিক্রম করেন, তাহলে তিনি তাঁর পরিশোধ করা সমস্ত প্রিমিয়ামের টাকা ফেরত পান।
উদাহরণস্বরূপ, ৫৫ বছর বয়সি কোনো ব্যবসায়ী যদি টানা সাত বছর ধরে বছরে ₹৩০ লক্ষ করে এই পণ্যে বিনিয়োগ করেন, তাহলে তিনি ₹১.৫ কোটি টাকা থেকে শুরু হওয়া একটি জীবনবিমা পাবেন, যা সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকবে। দুর্ভাগ্যবশত যদি পলিসিধারীর ৮৫ বছর বয়সে মৃত্যু হয়, তবে তাঁর নমিনি করমুক্ত হিসেবে প্রায় ₹১০ কোটি টাকা পাবেন। এর ফলে একদিকে যেমন তাঁর উত্তরাধিকার সুরক্ষিত থাকবে, তেমনই পরিবারের আর্থিক স্থিতিশীলতাও বজায় থাকবে। বিকাশ গুপ্তা, চিফ প্রোডাক্ট অফিসার, আইসিআইসিআই প্রুডেনশিয়াল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, বলেন, “দেশে আয় ও গড় আয়ু বাড়ার সঙ্গে সঙ্গে মানুষ উত্তরাধিকার পরিকল্পনার গুরুত্ব আরও ভালোভাবে বুঝতে শুরু করেছেন। আমরা আনন্দিত যে ICICI Pru Wealth Forever-এর মাধ্যমে গ্রাহকদের জন্য উত্তরাধিকার পরিকল্পনাকে আরও সহজ ও সুসংগঠিত করে তোলার সুযোগ করে দিতে পারছি।
এই পণ্যের অধীনে জীবনবিমার অঙ্ক গ্রাহকের ৯৯ বছর বয়স পর্যন্ত বাড়তে থাকে এবং গ্রাহকের অকালমৃত্যুর ক্ষেত্রে সেই অর্থ করমুক্তভাবে তাঁর নমিনিকে প্রদান করা হয়। এর ফলে পরবর্তী প্রজন্মের কাছে সম্পদের হস্তান্তর হয় নির্বিঘ্নে, এবং তাঁদের আর্থিক সুরক্ষা নিশ্চিত হয়। পাশাপাশি, পণ্যের অন্তর্নির্মিত বিনামূল্যের স্বাস্থ্য পরীক্ষার সুবিধা গ্রাহকদের নিজেদের স্বাস্থ্যের উপর নিয়মিত নজর রাখতে ও তা পরিচালনা করতে সাহায্য করে। গ্রাহকদের প্রতি আমাদের প্রতিশ্রুতি পালনের অঙ্গীকার স্পষ্ট হয় আমাদের শিল্পে অগ্রণী ক্লেম সেটেলমেন্ট রেশিও-তে—H1 FY2026-এ যা ৯৯.৩%। নন-ইনভেস্টিগেটেড ক্লেমের ক্ষেত্রে গড় নিষ্পত্তির সময় মাত্র ১.১ দিন, উন্নত ও সহজ প্রক্রিয়ার মাধ্যমে, যাতে প্রয়োজনের সময় গ্রাহক ও তাঁদের পরিবার দ্রুত ও ঝামেলাহীনভাবে আর্থিক সহায়তা পান।“
