আগামী সোমবার লক্ষ্মীপূজো। হাতে আর মাত্র একটি দিন বাকি। কিন্তু ঠিক তার আগেই মালদায় টানা দুই দিন ধরে মুষলধারে বৃষ্টি হওয়ায় চিন্তার ভাঁজ পড়েছে প্রতিমা বিক্রেতাদের কপালে। শহরের বিভিন্ন বাজারে লক্ষ্মী প্রতিমা বিক্রির জন্য বিক্রেতারা কেউ এনেছেন প্রায় এক হাজার পিস, কেউ আবার পাঁচশোর মতো প্রতিমা।
কিন্তু শুক্রবারের বৃষ্টির পর শনিবার সকালেও শুরু হয়েছে বৃষ্টি। ফলে ক্রেতাশূন্য বাজারে বেচাকেনা কার্যত থমকে গেছে। বৃষ্টিতে অনেক প্রতিমা ভিজে নষ্ট হওয়ার আশঙ্কাও করছেন বিক্রেতারা। শ্যামল রায় বলেন, “দু’দিন ধরে বৃষ্টি হচ্ছে, কেউ দোকানে আসছে না।
প্রতিমা ভিজে যাচ্ছে, এখন কীভাবে ক্ষতি পুষিয়ে উঠব বুঝতে পারছি না।” অতুল কুমার সাহা জানান, “আমরা অনেক কষ্ট করে প্রতিমা তৈরি করেছি। কিন্তু এমন আবহাওয়ায় বিক্রির সম্ভাবনা একেবারে নেই বললেই চলে।
