বিগত বেশ কিছু সময় ধরে উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে দেশের বিভন্ন দিকে, ওয়াকফ আইনের বিরুদ্ধে বাংলা সহ ভারতের নানান প্রান্তে প্রতিবাদ হচ্ছে। জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট অবধি। সুপ্রিম কোর্ট ওয়াকফ আইনের বৈধতা নিয়ে ওঠা মামলায় ঘোষণা করেছে।
ঘোষণায় বলা হয়েছে যে পুরো ওয়াকফ আইন স্থগিত রাখার কোনও ভিত্তি নেই। প্রধান বিচারপতি বিআর গবইয়ের বেঞ্চ জানিয়েছে, যদিও আইনের কিছু ধারায় সীমিত স্থগিতাদেশ দেওয়া যেতে পারে, তবে গোটা আইনকে স্থগিত রাখা যায় না। ২০২৫ সালের সংশোধিত ওয়াকফ আইনের কিছু ধারায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে।
উল্লেখযোগ্য হলো, ওয়াকফে সম্পত্তি দান করতে হলে ৫ বছর মুসলিম হতে হবে। এই ধারা নিয়ে সুপ্রিম কোর্ট সীমিত স্থগিতাদেশ দিয়েছে। এছাড়া জেলাশাসকরা ওয়াকফ সম্পত্তি বিতর্ক সমাধান করতে পারবেন না; এর জন্য ট্রাইবুনালের ক্ষমতা রাখা হয়েছে।
