চলতে থাকা তদন্তের মাঝেই এবার নিয়োগ দুর্নীতি নিয়ে প্রকাশ্যে এলো বড় তথ্য

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এমনকি গ্রেফতার হয়ে জেলে হয়েছে অনেকের। এই পরিস্থিতিতে এবার ধৃত অয়ন শীলের হার্ডডিস্ক ঘেঁটে বড় তথ্য ফাঁস! জানা গিয়েছে, অয়নের কম্পিউটারের হার্ড-ডিস্ক থেকে এক তালিকা উদ্ধার করেছে ইডি।

যাতে কোডে লেখা কয়েকটি নাম। “এমএম “, “এসবি “, “সিএইচ “, ”বিএইচ” এই সমস্ত কোড ল্যাঙ্গুয়েজে নাম লেখা রয়েছে পুরসভা বেআইনিভাবে নিয়োগের লিস্টে। ইডির ধারণা, পুরসভায় অনিয়ম করে নিয়োগের ক্ষেত্রে যেসকল প্রভাবশালী ব্যক্তি ক্যান্ডিডেটের নাম সুপারিশ করে পাঠাতেন, তাদের নাম এবং পদ অনুসারে তৈরি হয়েছিল ওই “কোড”৷

ইডি সূত্রে খবর, এই কোড গুলির পাশেই লেখা রয়েছে তার কত জন চাকরি প্রার্থী, তাদের নামের রেকমেন্ডেশন, কত টাকা নেওয়া হয়েছে। জানা গিয়েছে, সব মিলিয়ে প্রায় আটটি কোড ব্যবহার করা হয়েছে ওই লিস্টে। ইডির দাবি, অয়নের হার্ডডিক্স থেকে সাংকেতিক ভাষায় লেখা নাম গুলি কোনও না কোনও প্রভাবশালী ব্যক্তির। এই রহস্যের কিনারা করতেই এবার কোমর বেঁধে ময়দানে নামছে ইডি।