বিধায়ক উন্নয়ন তহবিল থেকে নির্মিত যাত্রী প্রতীক্ষালয়ের শুভ উদ্বোধন

বিধায়ক উন্নয়ন তহবিলের টাকা দিয়ে শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের ওয়ার্ড নম্বর ২–এর মার্গারেট স্কুলের সন্নিকটে স্কুলের ছাত্র-ছাত্রী ও স্থানীয় নাগরিকদের জন্য নির্মিত যাত্রী প্রতীক্ষালয়ের আজ শুভ উদ্বোধন হলো। রামকৃষ্ণ বেদান্ত আশ্রমের সম্মানীয় রাঘব মহারাজের পবিত্র হাতে এই প্রতীক্ষালয়ের উদ্বোধন সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ।

শংকর ঘোষ জানান, শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভলপমেন্ট অথরিটি (SJDA) এই প্রতীক্ষালয় নির্মাণের কাজ সম্পন্ন করেছে। তিনি ধন্যবাদ জানান SJDA-কে, স্থানীয় কাউন্সিলর তথা বরো চেয়ারম্যান সম্মানীয়া গার্গী চ্যাটার্জী মহাশয়কে, স্কুল কর্তৃপক্ষকে ও এলাকার সহনাগরিকদের।

তিনি আরও বলেন, বিধায়ক উন্নয়ন তহবিলের অর্থ তিনি সবসময় মানুষের কল্যাণ ও প্রয়োজনীয় কাজে ব্যয় করতে চান। পরিশেষে তিনি শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনকেও বিশেষ ধন্যবাদ জানান।