ঐতিহাসিক শহীদ সমাবেশের জন্য মালদা টাউন রেলওয়ে স্টেশনে নির্মিত সহায়তা কেন্দ্রের উদ্বোধন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে প্রতিবছরের মত এ বছরেও ২১শে জুলাই কলকাতার ধর্মতলায় ঐতিহাসিক শহীদ সমাবেশ অনুষ্ঠিত হবে। সেই সমাবেশে মালদা থেকে প্রায় কয়েক হাজার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা উপস্থিত থাকবেন। সেই সভায় ট্রেনে  যাতায়াতের জন্য যাতে কোন সমস্যা না হয় তার জন্য মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মালদা টাউন রেল স্টেশনে একটি সহায়তা কেন্দ্র খোলা হয়।

শুক্রবার রাত্রে ফিতে কেটে সেই সহায়তা কেন্দ্রের উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি প্রসেনজিৎ দাস, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আব্দুল রহিম বক্সি, চেয়ারম্যান চৈতালি ঘোষ সরকার সহ অন্যান্য নেতাকর্মীরা।

যুব সভাপতি প্রসেনজিৎ বাবু জানান, এ সহায়তা কেন্দ্রে একটি টোল ফ্রি নাম্বার থাকবে কেউ কোনো বিপদে পড়লে সঙ্গে সঙ্গে তাকে সহযোগিতা করা হবে এছাড়া সহায়তা কেন্দ্রে থাকবে পানীয় জল ঔষধ সহ কিছু শুকনো খাওয়ার। ট্রেনে যেতে যাতে কোন অসুবিধা না হয় তার জন্য কর্মী সমর্থকদের হাতে  ব্যাচ তুলে দেওয়া হয়।