আয়ের পরিমাণ বেড়েছে রেকর্ড হারে

ভুল থেকে বেড়েছে আয়, এ বছর বেআইনি নির্মাণ থেকে জরিমানা তুলে রেকর্ড অঙ্কের আয় করছে কলকাতা পুরসভা। ছোটখাটো ভুল নির্মাণ থেকে শুরু করে বড় ডেভিয়েশন, জরিমানা দিলেই বৈধতার সুযোগ থাকায় বাড়ছে আবেদন, আর সেই সঙ্গে পুরসভার কোষাগারও দ্রুত ভরছে।

চলতি অর্থবর্ষে ইতিমধ্যেই আগের বছরের তুলনায় অনেক বেশি টাকা উঠে গেছে, যা নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে শহরজুড়ে। ১ এপ্রিল থেকে নভেম্বর ২০২৫, এই কয়েক মাসে মোট ২৮৩টি বেআইনি নির্মাণ জরিমানা নিয়ে বৈধ করেছে কলকাতা পুরসভা। এই রেগুলারাইজেশন থেকেই এসেছে ৩৪ কোটি ৬৪ লক্ষ টাকা। সিঁড়ির নীচে ঠাকুরঘর, ছাদে ছোট ঘর, অতিরিক্ত ব্যালকনি, এমন অনেক ছোট ছোট ভুলের ক্ষেত্রে আগে ছাড় দেওয়া হত।

কিন্তু নিয়ম শিথিল হওয়ার পর বড় ভুল নির্মাণেও ছাড় মিলছে অনেক ক্ষেত্রে। মেয়র ফিরহাদ হাকিমের নির্দেশে রেগুলারাইজেশনের নিয়ম ফের বদলানো হচ্ছে। নতুন প্রস্তাব অনুযায়ী, বাড়ির মোট আয়তনের ১০% এর বেশি ডেভিয়েশন থাকলে আর কোনও ছাড় দেওয়া হবে না। ওই অংশকে বেআইনি মেনে ভেঙে ফেলতেই হবে।