সম্প্রতি ভূস্বর্গ কাশ্মীরের বুকে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায় তোলপাড় হয়েছে গোটা দেশে। গত ২২ এপ্রিল পাহেলগাঁও-তে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার এই ঘটনায় পরেই তাই অপারেশন সিঁদুরের মাধ্যমে ৯টি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মোদী সরকারের।
এবার ভারত তার সামরিক শক্তি আরও বৃদ্ধির লক্ষ্যে একটি বড় পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। জানা গিয়েছে, প্রতিরক্ষা মন্ত্রক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে “কামিকাজে ড্রোন” এবং বিপুল পরিমাণে অত্যাধুনিক আর্টিলারি শেল কেনার অনুমোদন দিয়েছে।
সূত্রের খবর অনুযায়ী, ভারতের প্রতিরক্ষা মন্ত্রক তিন সেনাবাহিনীকে তাদের প্রতিরক্ষা মজুত পূরণ করার ক্ষেত্রে অনুমতি দিয়েছে। যার মধ্যে রয়েছে দূরপাল্লার Loitering Munition, আর্টিলারি শেল, কামিকাজে ড্রোন এবং এই জাতীয় BVR (বিয়ন্ড ভিজ্যুয়াল রেঞ্জ) ক্ষেপণাস্ত্র। মূলত, সাম্প্রতিক সময়ে সামরিক পদক্ষেপ এবং এর ক্ষয়ক্ষতি মূল্যায়ন করার পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
