আরও চাপ বাড়াতে চলেছে ভারত

সম্প্রতি ভূস্বর্গ কাশ্মীরের বুকে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায় তোলপাড় হয়েছে গোটা দেশে। গত ২২ এপ্রিল পাহেলগাঁও-তে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার এই ঘটনায় পরেই তাই অপারেশন সিঁদুরের মাধ্যমে ৯টি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মোদী সরকারের।

ভারত পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি চললেও সিন্ধু জলচুক্তির ক্ষেত্রে অবস্থানে অনড় রয়েছে ভারত। এবার কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী মনোহর লাল খট্টর স্পষ্ট করে দিলেন, পাইপলাইনে থাকা কোনো প্রকল্পের কাজ বন্ধ তো হবেই না, উপরন্তু নির্মাণের প্রাথমিক পর্যায়ে থাকা জলবিদ্যুৎ কেন্দ্রের জলধারণ এবং বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বাড়ানো যায় কিনা তা নিয়েও চলছে চিন্তাভাবনা।

বিদ্যুৎ মন্ত্রী ঘোষণা করেন, ২০২৬ সালের সেপ্টেম্বর মাসেই সিন্ধু জলচুক্তির সম্পূর্ণ বিপরীতে জম্মু কাশ্মীরের প্রথম গভীর জলাধার সম্পন্ন জলবিদ্যুৎ কেন্দ্র পাকাল ডালের কমিশন করতে পারে কেন্দ্র। উল্লেখ্য, এর আগে পরিকল্পনা ছিল চারটি প্রোজেক্টের। সিন্ধ নালার উপরে ৯৩ মেগাওয়াটের নতুন গন্দেরবাল প্রকল্প, কীর্থাই ২ তে ৯৩০ মেগাওয়াট, চেনাব নদীর উপরে সওয়ালকোটে ১৮৫৬ মেগাওয়াট ছাড়াও ঝিলম নদীর উপরে ২৪০ মেগাওয়াটের উরি ১, স্টেজ ২ প্রোজেক্টের পরিকল্পনা করা হয়েছিল।