২০০২-এর পর ফের বিশ্ব দাবার কেন্দ্রবিন্দু হতে চলেছে ভারত

২৩ বছর পর ফের ভারতে অনুষ্ঠিত হতে চলেছে দাবার বিশ্বকাপ। শেষবার ২০০২ সালে এই প্রতিযোগিতা হয়েছিল ভারতের মাটিতে। দীর্ঘ বিরতির পর আবার এই মর্যাদাপূর্ণ আসর ফিরছে দেশে—সোমবার এমনটাই ঘোষণা করেছে আন্তর্জাতিক দাবা সংস্থা ‘ফিডে’।

ফিডে জানিয়েছে, এবারের বিশ্বকাপ ৩০ অক্টোবর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত চলবে। যদিও এখনো পর্যন্ত কোন শহরে প্রতিযোগিতা হবে, তা চূড়ান্ত হয়নি।

তবে দাবা মহলের ধারণা, প্রতিযোগিতা আয়োজিত হতে পারে দক্ষিণ ভারতের কোনও শহরে। এর আগে চেন্নাইয়ে দাবার অলিম্পিয়াড সফলভাবে অনুষ্ঠিত হয়েছিল, এবং ভারতের বহু গ্র্যান্ড মাস্টারও দক্ষিণ ভারত থেকেই উঠে এসেছেন। সেই কারণে চেন্নাইয়ে এই বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি বলে মনে করা হচ্ছে।