বিশাখাপত্তনমের টাটা ক্যান্সার সেন্টারে  বিশেষজ্ঞদের প্রশিক্ষণ কর্মসূচি

বিমস্টেক দেশগুলির জন্য একটি বিশেষায়িত ক্যান্সার কেয়ারের দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ কর্মসূচি এবার আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে ভারতের টাটা মেমোরিয়াল সেন্টারের হোমি ভাবা ক্যান্সার হাসপাতাল ও গবেষণা কেন্দ্রে। বিদেশ মন্ত্রকের সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচিতে বিমস্টেক সদস্য দেশগুলির ৩৫ জন ক্যান্সার বিশেষজ্ঞকে প্রশিক্ষণ প্রদান করা হবে।  গত ৫ জানুয়ারি বিদেশ মন্ত্রকের যুগ্ম সচিব (বিমস্টেক ও সার্ক) সি. এস. আর. রাম এই কর্মসূচির উদ্বোধন করেন। তাঁর ভাষণে তিনি উল্লেখ করেন যে, বাংলাদেশ, ভুটান, মায়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং নেপাল সহ বিমস্টেক সদস্য দেশগুলির ক্যান্সার বিশেষজ্ঞরা এই প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন। এই অঞ্চলে ক্যান্সারের ক্রমবর্ধমান হার এবং উন্নত মানের চিকিৎসায় অসম সুযোগের কথা উল্লেখ করে তিনি দক্ষতা বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা তৈরির ওপর জোর দিয়েছেন।

বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, “স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ভারতের অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে এই অঞ্চলের দেশগুলোর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিদেশ মন্ত্রক এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। উল্লেখ্য, ষষ্ঠ বিমস্টেক সম্মেলনে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পের বিষয়ে ঘোষণা করেছিলেন। চার সপ্তাহব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচিটি অনকো-প্যাথলজি, অনকো-নার্সিং, প্যালিয়েটিভ মেডিসিন, প্রিভেন্টিভ অনকোলজি এবং রেডিয়েশন অনকোলজির মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলির ওপর আলোকপাত করে। এর মধ্যে অত্যাধুনিক ডায়াগনস্টিক এবং থেরাপিউটিক প্রযুক্তির ওপর উন্নত কর্মশালাও অন্তর্ভুক্ত রয়েছে। বিমস্টেক দেশগুলির মোট ৩৫ জন ক্যান্সার বিশেষজ্ঞ এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন।”

এই উদ্যোগের লক্ষ্য হল বঙ্গোপসাগরীয় অঞ্চল জুড়ে ক্যান্সার যত্ন পরিষেবাগুলিকে শক্তিশালী করা এবং কাঠামোগত প্রশিক্ষণ ও সহযোগিতার মাধ্যমে অনকোলজি সক্ষমতা বৃদ্ধি করা। ভারতের ‘নেবারহুড ফার্স্ট’, ‘অ্যাক্ট ইস্ট’ এবং ‘মহাসাগর’ নীতির সঙ্গে সংগতি রেখে এই কর্মসূচি বিমস্টেক দেশগুলোর মধ্যে স্বাস্থ্যক্ষেত্রে সহযোগিতাকে আরও গভীর করবে।