ফোন রপ্তানিতে চিনকে ছাপিয়ে বিশ্বশিখরে ভারত: মার্কিন বাজারে শীর্ষ রপ্তানিকারীর স্বীকৃতি

ভারত মোবাইল ফোন রপ্তানিতে এক ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে। চলতি বছরের এপ্রিল-জুন ত্রৈমাসিকে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি স্মার্টফোন রপ্তানি করেছে, ফলে চিনকে পিছনে ফেলে এই প্রথমবারের মতো শীর্ষ রপ্তানিকারী দেশের মর্যাদা পেয়েছে দেশটি। গবেষণা সংস্থা ক্যানালিজ়ের তথ্য অনুযায়ী, চিনের সঙ্গে শুল্ক সংক্রান্ত অনিশ্চয়তার কারণে সরবরাহ শৃঙ্খলে পরিবর্তন এসেছে, যার সুযোগ কাজে লাগিয়ে ভারত থেকে রপ্তানি ১ শতাংশ বেড়েছে। একই সময়ে চিন থেকে রপ্তানি কমেছে ২৫ শতাংশ।

‘মেড ইন ইন্ডিয়া’ স্মার্টফোনের রপ্তানি বার্ষিক ২৪০ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে এবং বর্তমানে মার্কিন বাজারে ভারতের অংশীদারিত্ব ৪৪ শতাংশে পৌঁছেছে, যেখানে ২০২৪ সালে তা ছিল মাত্র ১৩ শতাংশ। এই প্রবৃদ্ধির পেছনে রয়েছে উৎপাদন-সংযুক্ত প্রণোদনা (PLI) স্কিম এবং সরবরাহ শৃঙ্খল পুনর্বিন্যাসের কৌশল।

ভারতের মোবাইল ফোন রপ্তানি গত দশ বছরে ১২৭ গুণ বৃদ্ধি পেয়েছে, যা ২০১৪-১৫ সালে ছিল মাত্র ₹১,৫০০ কোটি, আর ২০২৪-২৫ সালে তা দাঁড়িয়েছে ₹২ লক্ষ কোটিতে। একই সময়ে আমদানির নির্ভরতা ৭৫ শতাংশ থেকে কমে মাত্র ০.০২ শতাংশে নেমে এসেছে। বর্তমানে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন উৎপাদনকারী দেশ হিসেবে স্বীকৃত।

এই সাফল্য শুধু পরিসংখ্যানগত নয়, বরং ভারতের প্রযুক্তি ও উৎপাদন খাতের সক্ষমতা এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় তার অবস্থানকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে। মোবাইল রপ্তানিতে চিনকে টপকে যাওয়ার ঘটনা ভারতের অর্থনৈতিক কৌশলের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।