জম্মু ও কাশ্মীরের বাসন্তগড় (Basantgarh) এলাকায় বড়সড় জঙ্গি দমন অভিযান শুরু করেছে ভারতীয় সেনা, পুলিশ ও সিআরপিএফ (CRPF)। গোয়েন্দা সূত্রে খবর পাওয়ার পর থেকেই এলাকায় ব্যাপকভাবে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে।
একইসঙ্গে কিশ্তওয়ার (Kishtwar) জেলার গভীর বনাঞ্চলে জঙ্গিদের চলাচল লক্ষ্য করা যাওয়ায় সেখানে আরও একটি তল্লাশি অভিযান চলছে বলে জানা গেছে।
এই অভিযানে আধাসামরিক বাহিনী ও স্থানীয় পুলিশ যৌথভাবে কাজ করছে। জানা গেছে গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে, যাতে সন্দেহভাজনদের পালানোর সুযোগ না থাকে।
এখনও পর্যন্ত কারও গ্রেফতারের খবর পাওয়া যায়নি, তবে পরিস্থিতির উপর কড়া নজর রেখেছে ভারতীয় সেনা।
