ডিএসপি ও এসিপি হলেন ভারতীয় ক্রিকেটার রিচা ঘোষ

মহিলাদের ক্রিকেট বিশ্বকাপজয়ী ভারতীয় দলের তারকা ক্রিকেটার রিচা ঘোষ আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন রাজ্য পুলিশের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট (ডিএসপি) পদে। পাশাপাশি তাঁকে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের অধীন অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ (এসিপি) পদে নিযুক্ত করা হয়েছে। রাজ্য সরকারের উদ্যোগে এই নিয়োগ সম্পন্ন হয় ও রিচার হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রিচা ঘোষ ভারতের মহিলা দলের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাটার ও উইকেটকিপার হিসেবে ২০২৫ সালের বিশ্বকাপে নজরকাড়া পারফরম্যান্স দেখিয়েছিলেন, তাঁর এই নতুন দায়িত্ব রাজ্যের ক্রীড়াজগতে উদ্দীপনা ছড়িয়েছে। প্রশাসনিক পদে ক্রীড়া তারকাকে এনে রাজ্য সরকার আবারও প্রতিভা-সম্মানের এক দৃষ্টান্ত স্থাপন করল বলে মনে করছেন অনেকে।

শিলিগুড়ির মেয়ে রিচার কাছে এ এক দায়িত্বের নতুন অধ্যায়। পুলিশের প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি তিনি ভবিষ্যতেও ক্রিকেট চালিয়ে যাবেন বলে জানা গেছে। তাঁর এই যোগদানকে ঘিরে উত্তরের শহর জুড়ে উৎসাহ লক্ষ করা গেছে।

বিশ্বকাপে দেশের হয়ে অসাধারণ পারফরম্যান্সের পর রাজ্য পুলিশের ডিএসপি ও শিলিগুড়ি কমিশনারেটের এসিপি পদে তাঁর নিয়োগ ‘নতুন প্রজন্মের অনুপ্রেরণা’। তাঁর এই সাফল্য কেবল ব্যক্তিগত অর্জনই নয়, শিলিগুড়ি শহরের জন্যও এক বিশেষ সম্মান।