নক্সালবাড়িতে জল সমস্যার সমাধানে উদ্যোগ, কিলারাম পাম্প হাউস ঘুরে দেখলেন মহাকমা পরিষদের সভাধিপতি

দীর্ঘদিন ধরে বন্ধ থাকা জল সরবরাহ ব্যবস্থাকে সক্রিয় করার উদ্যোগ নিল প্রশাসন। নক্সালবাড়ি ব্লকের মনিরাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কিলারাম এলাকায় বন্ধ হয়ে থাকা পাম্প হাউস পরিদর্শন করলেন মহাকমা পরিষদের সভাধিপতি অরুন ঘোষ।

এদিন তিনি আধিকারিকদের সঙ্গে আলোচনায় বসেন এবং আগামী দিনে স্থানীয় মানুষের স্বার্থে কিভাবে দ্রুত এই পাম্প হাউস কার্যকরী করা যায়, সে বিষয়ে পরিকল্পনা গ্রহণ করা হয়। সভাধিপতি জানিয়েছেন, পাম্প হাউস চালু হলে এলাকায় দীর্ঘদিনের পানীয় জলের সংকট দূর হবে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, বহুবার অভিযোগ জানানো সত্ত্বেও এতদিন সমস্যার সুরাহা হয়নি। প্রশাসনের এই পদক্ষেপে তারা আশাবাদী যে খুব শীঘ্রই পানীয় জলের সমস্যা মিটবে।