দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজারদর। বাড়তে থাকা প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে দুয়ারে ‘চিকেন-মটন চালু করছে সরকার। চিকেন, মটন, ডিমের মতো আমিষ খাদ্যগুলি এবার হাজির হবে আপনার দুয়ারে।
সরকারি উদ্যোগে বিভিন্ন আবাসনে পৌঁছে যাবেন মূলত ছোট প্রাণী প্রতি পালকরা। যাদের মাধ্যমে নিজের বাড়িতে বসেই দুধ, ডিম, মাংস ইত্যাদি মিলবে। আর সেসবের দামও হবে কম। কারণ মিডিলম্যান থাকবে না। বাজারদরের চেয়ে কিছুটা হলেও কম দামে পণ্যগুলি বিক্রি করা হবে। অর্থ্যাৎ সাশ্রয়ও হবে ক্রেতাদের। লাভবান হবেন বিক্রেতারাও।
জানিয়ে রাখি, এই বিষয়ে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের শস্য শ্যামলা কৃষিবিজ্ঞান কেন্দ্র এ বিষয়ে প্রাণিসম্পদ দপ্তরের কাছে পাঠানো প্রস্তাব গৃহীত হয়েছে। সোনারপুরের আবাসনগুলিতে এই পরিষেবা শুরু হতে চলেছে, যা বাংলায় প্রথম। সাফল্য মিললে পরে অন্যান্য জায়গাতেও এই পরিষেবা চালু করা হবে।
