বেকারত্ব মোকাবিলায় কলেজে বাস্তবমুখী শিক্ষার অভিনব উদ্যোগ

বেকারত্বের অভিশাপ ঘোচাতে এবার বাস্তবমুখী শিক্ষার দিকে জোর দিল পতিরাম যামিনী মজুমদার মেমোরিয়াল কলেজ। ডিগ্রির গণ্ডি পেরিয়ে ছাত্রছাত্রীদের আত্মনির্ভর করে তুলতেই কলেজ কর্তৃপক্ষ চালু করেছে অ্যাড-অন কোর্স ভিত্তিক একাধিক কর্মশালা।

গত এক সপ্তাহ ধরে কলেজ চত্বরে চলছে বিশেষ প্রশিক্ষণ। পড়াশোনার পাশাপাশি হাতে-কলমে শেখার সুযোগ মিলছে শিক্ষার্থীদের। মেকআপ, টেলারিং, সেলাই, কেক তৈরি—এমন নানা প্রশিক্ষণে ছাত্রীদের সক্রিয় অংশগ্রহণ নজর কেড়েছে। অন্যদিকে, সোলার প্রযুক্তি প্রশিক্ষণে ছাত্রদের উপস্থিতি উল্লেখযোগ্য। কলেজের একাংশে মাশরুম চাষের ব্যবহারিক ক্লাসও চলছে, যাতে কৃষিভিত্তিক উদ্যোগের কৌশল রপ্ত করতে পারে আগ্রহী শিক্ষার্থীরা।

তবে এখানেই থেমে নেই উদ্যোগ। কলেজের ইন্ডোরে চলছে নিয়মিত যোগব্যায়ামের প্রশিক্ষণ। শুধুমাত্র শরীর সুস্থ রাখাই নয়, ছাত্র ছাত্রীদের মানসিক স্থিতিশীলতা ও আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধির লক্ষ্যেও এই প্রশিক্ষণ পরিচালিত হচ্ছে।

কলেজ কর্তৃপক্ষের কথায়—“একটি পূর্ণাঙ্গ দক্ষ নাগরিক গড়ে তুলতে হলে কেবল একাডেমিক জ্ঞানই নয়, প্রয়োজন শারীরিক ও মানসিক সুস্থতাও। এই কর্মশালাগুলি সেই লক্ষ্যেই এক বড় পদক্ষেপ।”

বেকারত্বের ছায়া যখন অন্ধকার করে তুলছে বহু তরুণের ভবিষ্যৎ, তখন পতিরামের এই কলেজের এমন ব্যতিক্রমী উদ্যোগ নিঃসন্দেহে আশা জাগায়।