১৯ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইন্সটামার্ট কুইক ইন্ডিয়া মুভমেন্ট সেল। এখানে ইলেকট্রনিক্স, হোম অ্যাপ্লায়েন্স এবং গ্রুমিং-এর প্রয়োজনীয় জিনিসপত্র সহ ৫০,০০০-এরও বেশি পণ্যে ৯০% পর্যন্ত ছাড় দেওয়া হবে। কিছু আকর্ষণীয় ডিলের মধ্যে রয়েছে ওয়ান প্লাস নর্ড সিই৪ লাইট স্মার্টফোন। যার দাম ১৮৯৯৯ টাকা তবে, অফার মূল্য ১৬৯৯৯ টাকা।
ওপ্পো কে ১৩× ফাইভ জি পাওয়া যাবে মাত্র ১২৪৯৯ টাকায়। সেরকমই লেনোভো আইডিয়া প্যাড স্লিম ৩ পাওয়া যাবে মাত্র ৪৮৯৯৯ টাকায়। আসুস ভিভোবুক পেয়ে যাবেন মাত্র ২৯৯৯৯ টাকায়। বোট এয়ারডোপস ৩১১ প্রো এবং ওয়ান প্লাস নর্ড বাডস টু আর পাবেন যথাক্রমে মাত্র ৭৯৯ ও ১৪৯৯ টাকায়।
ঘরের এবং রান্নাঘরের প্রয়োজনীয় ইলেকট্রনিক্স জিনিসও পাবেন বিশেষ ছাড়ে। লাইফলং পাওয়ার প্রো এলএক্স মিক্সার গ্রাইন্ডার পাওয়া যাবে ৯৯৯ টাকায়। পিজিয়ন হেলথিফাই ডিজিটাল এয়ার ফ্রায়ার পাওয়া যাবে ২,৫৯৯ টাকায়। এছাড়াও, সমস্ত অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ডে ১০০০ টাকা পর্যন্ত ১০% ছাড় থাকবে। মাত্র ১০ মিনিটের মধ্যে পণ্য ডেলিভারি ও প্রতিদিন সন্ধ্যা ৫:০০-৭:০০ টা পর্যন্ত বিশেষ অফার পাওয়া যাবে।
