প্রশাসনের চোখে ধুলো দিয়ে শেঠ শ্রীলাল মার্কেটে অবৈধ নির্মাণের অভিযোগ উঠল। ১১ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর মঞ্জুশ্রী পাল অভিযোগ করেন, পুর নিগমের রাস্তা দখল করে দেয়াল তুলে অবৈধ নির্মাণ করেচ্ছে স্থানীয় এক ব্যবসায়ী। এই নির্মাণের ফলে এলাকায় চলাচলে সমস্যা তৈরি হয়েছে।
কাউন্সিলর মঞ্জুশ্রী পালের দাবি, বিষয়টি নিয়ে একাধিকবার শিলিগুড়ি পুরনিগমকে লিখিত ও মৌখিকভাবে অভিযোগ জানানো হলেও এখনও পর্যন্ত কার্যকর কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। যদিও পুরনিগমের পক্ষ থেকে দু’দফায় সময়সীমা ধার্য করা হয়েছে, তাতেও অবৈধ নির্মাণ ভাঙা হয়নি বলে অভিযোগ।
পুরনিগম দ্রুত পদক্ষেপ না নিলে সাধারণ মানুষের স্বার্থে কঠোর অবস্থান নিতে হবে বলে জানান কাউন্সিলর মঞ্জুশ্রী পাল। এই বিষয়ে মেয়র গৌতম দেব জানান, কাউকে রেয়াত করা হবে না। যে অবৈধ নির্মাণ করবে তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।
