শহর জুড়ে তীব্র চাঞ্চল্য

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই আসানসোল শহর জুড়ে তীব্র চাঞ্চল্য।

অভিযোগ, তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের রাজ্য কমিটির সদস্য শাকিল আহমেদের ছেলে তহসিন আহমেদ বিনিয়োগের নামে সাধারণ মানুষকে কোটি কোটি টাকা প্রতারণা করে লুটেছেন। অভিযোগ উঠেছে, তিন হাজারেরও বেশি পরিবারকে ঠকিয়ে প্রায় সাড়ে তিনশো কোটি টাকার আর্থিক তছরুপ করেছেন তিনি। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এক অবসরপ্রাপ্ত বিএসএফ অফিসার।

অবসরপ্রাপ্ত ওই বিএসএফ অফিসারের অভিযোগ, প্রথমে ৩ লক্ষ টাকা বিনিয়োগ করে কিছু রিটার্ন পেয়েছিলেন তিনি। পরে লোভ দেখিয়ে ৪১ লক্ষ টাকা বিনিয়োগ করান তহসিন আহমেদ। কিন্তু এখন কোনও সুদ বা আসল টাকাই ফেরত মিলছে না। অভিযোগকারীর বক্তব্য, “যাঁরা আমার কথা শুনে টাকা দিয়েছেন, তাঁদেরও টাকা আটকে রেখেছে।”