শিলিগুড়ির হাকিমপাড়া বালিকা বিদ্যালয়ে ভর্তি ফি বাড়ানোকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকে চরম উত্তেজনা ছড়ায়। সরকারি নিয়ম অনুযায়ী যেখানে বার্ষিক ভর্তি ফি ২৪০ টাকা নির্ধারিত, সেখানে স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে ৫০০ ও ৬০০ টাকা নেওয়া হচ্ছে—এই অভিযোগে বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবকেরা। শুক্রবারই বিদ্যালয়ে ভর্তির দিন নির্ধারিত ছিল।
সেই সময় অভিভাবকেরা বাড়তি ফি নেওয়ার কারণ জানতে চাইলে স্কুল কর্তৃপক্ষের তরফে সন্তোষজনক কোনও উত্তর না পাওয়ায় বিদ্যালয়ের বাইরে বিক্ষোভ শুরু হয়। অভিভাবকদের স্পষ্ট দাবি, অতিরিক্ত ফি কেন নেওয়া হচ্ছে তার যুক্তিসংগত ব্যাখ্যা না দেওয়া হলে তাঁরা বাড়তি টাকা দেবেন না এবং ২৪০ টাকা নিয়েই ভর্তি করতে হবে। এই ঘটনার প্রতিবাদে এআইডিএসও-র প্রতিনিধিরাও বিদ্যালয়ের বাইরে বিক্ষোভে সামিল হন।
বিক্ষোভকারীরা প্রধান শিক্ষিকার সঙ্গে কথা বলতে চাইলে তিনি জানান, বিষয়টি পরিচালন সমিতির সঙ্গে আলোচনা করে সাত দিনের মধ্যে কত টাকা ফি নেওয়া হবে তা জানানো হবে। তবে অভিভাবকদের তরফে সেই প্রস্তাব মানা হয়নি। সকাল থেকে চলা বিক্ষোভের জেরে এলাকায় উত্তেজনা ছড়ালে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিলিগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী বিদ্যালয়ে পৌঁছয়। এ বিষয়ে পরে প্রধান শিক্ষিকার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সেই মুহূর্তে কোনও মন্তব্য করতে রাজি হননি।
