স্কুলের ফি বৃদ্ধি ঘিরে তী*ব্র উ*ত্তেজনা, অভিভাবকদের বি*ক্ষোভে মোতায়েন পুলিশ

শিলিগুড়ির হাকিমপাড়া বালিকা বিদ্যালয়ে ভর্তি ফি বৃদ্ধি নিয়ে শুক্রবার চরম উত্তেজনার সৃষ্টি হয়। সরকার নির্ধারিত ২৪০ টাকার ভর্তি ফিসের অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে এই অভিযোগ তুলে বিদ্যালয় চত্বরে বিক্ষোভে সামিল হন বহু অভিভাবক।

অভিভাবকদের অভিযোগ, সরকারি নির্দেশিকা স্পষ্টভাবে থাকা সত্ত্বেও বিদ্যালয় কর্তৃপক্ষ বেআইনিভাবে অতিরিক্ত ফি আদায় করছে। এর ফলে সাধারণ ও মধ্যবিত্ত পরিবারের উপর বাড়তি আর্থিক চাপ পড়ছে।

অবিলম্বে এই ফি বৃদ্ধি প্রত্যাহারের দাবিতে তারা সরব হন সাথে বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন।

পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠায় বিদ্যালয় চত্বরে মোতায়েন করা হয় শিলিগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী ও উইনার্স বাহিনী, যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়।

এ বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের তরফে শুভ্রা চক্রবর্তী জানান, “এদিন স্কুলে কোনও ভর্তি প্রক্রিয়া ছিল না। কোনও ছাত্রীকে ২৪০ টাকার বেশি ফিস আনতে বলা হয়নি।” তবে তাঁর এই বক্তব্যে সন্তুষ্ট নন অভিভাবকরা। তাঁদের দাবি, স্কুল কর্তৃপক্ষ বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে ও বাস্তবে অতিরিক্ত ফি আদায় করা হচ্ছে।