আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রাজ্যের অন্যান্য প্রান্তের মতোই রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে শনিবার পালিত হলো এই বিশেষ দিনটি। হাসপাতালের হলঘরে আয়োজিত হয় যোগা অনুষ্ঠান।
এই অনুষ্ঠানে অংশ নেন হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও এলাকার বহু সাধারণ মানুষ। সকলেই একযোগে বিভিন্ন যোগাভ্যাসে অংশগ্রহণ করেন। শরীর ও মনের সুস্থতা বজায় রাখতে নিয়মিত যোগচর্চার গুরুত্বের কথা তুলে ধরেন উপস্থিত সকলে।
উদ্যোক্তাদের তরফে জানানো হয়, বর্তমান সময়ে জীবনযাত্রার চাপ ও ব্যস্ততার মাঝে যোগা একমাত্র পথ যা শরীর-মনকে সুস্থ ও সচল রাখতে পারে।
এদিনের অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট সমাজসেবী নিতাই মন্ডল বলেন, “বিভিন্ন জায়গার পাশাপাশি আজ রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালেও আন্তর্জাতিক যোগ দিবস পালিত হলো। মানুষ যেন নিয়মিত যোগাভ্যাসে অভ্যস্ত হন—এই বার্তাই আজকের মূল লক্ষ্য।”
সার্বিকভাবে সুষ্ঠু ও মননশীল পরিবেশে অনুষ্ঠিত হয় এই যোগ দিবসের অনুষ্ঠান, যা এলাকাবাসীর কাছে এক বিশেষ বার্তা পৌঁছে দেয়।
