দার্জিলিংয়ে পালিত হলো আন্তর্জাতিক যোগ দিবস

গোটা দেশ ও বিশ্বের অন্যান্য প্রান্তের মতোই, শৈল শহর দার্জিলিংয়েও মহাধুমধামে পালিত হলো আন্তর্জাতিক যোগ দিবস। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া এই পাহাড়ি শহরে, প্রাকৃতিক আবহাওয়ার মাঝে যোগচর্চার একটি বিশেষ পরিবেশ তৈরি হয়।

এই বিশেষ দিনে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেয় ফিফ্থ বেঙ্গল ব্যাটেলিয়ন এনসিসি (NCC), দার্জিলিং। তাদের উদ্যোগে আয়োজিত হয় যোগাভ্যাসের এক মনোমুগ্ধকর কর্মসূচি। স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে ছাত্রছাত্রী, সকলেই অংশ নেয় এই আয়োজনে।

পাহাড়ের শান্ত, নির্মল প্রকৃতির মাঝে যোগাভ্যাস যেন এক নতুন মাত্রা এনে দেয় শরীর ও মনের সুস্থতায়।

এনসিসি-র পক্ষ থেকে জানানো হয়েছে, শরীরচর্চার পাশাপাশি যোগ মানুষের মানসিক শান্তি, আত্মনিয়ন্ত্রণ ও একাগ্রতার পথ খুলে দেয়। আগামী প্রজন্মের মধ্যে এই বার্তাই ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে তারা প্রতি বছর এই ধরনের আয়োজন করে থাকে।

সারাদিনজুড়ে চলে বিভিন্ন যোগ আসন, শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম ও সচেতনতা মূলক আলোচনা।

এই আয়োজনে দার্জিলিং-এর স্বাভাবিক সৌন্দর্য ও যোগচর্চার নিঃশব্দ শক্তি যেন একসঙ্গে মিশে যায়, যা এই দিনটিকে করে তোলে আরও বিশেষ ও অর্থবহ।