আটদিন পর শুরু হচ্ছে আইপিএল, প্লে-অফের অঙ্ক কী?

আট দিন পর শনিবার থেকে আবার শুরু হচ্ছে আইপিএল। ভারত-পাকিস্তান সংঘাতের কারণে আইপিএল বন্ধ হওয়ার আগেই প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছিল তিনটি দল। ফলে এখন সাতটি দল রয়েছে প্লে-অফের দৌড়ে।

গুজরাত টাইটান্স (১১ ম্যাচে ১৬ পয়েন্ট)
এই মুহূর্তে আইপিএলের ‘ফার্স্ট বয়’। প্লে-অফ থেকে মাত্র একটি জয় দূরে। ১৮ পয়েন্ট পেলেই প্রথম চারে থাকা নিশ্চিত হবে।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (১১ ম্যাচে ১৬ পয়েন্ট)
গুজরাতের মতো বেঙ্গালুরুও একটি ম্যাচ জিতলেই প্লে-অফে চলে যাবে। বাকি তিনটি ম্যাচ হারলেও প্লে-অফে যেতে পারে, যদি বাকি ফলাফল তাদের পক্ষে যায়।

পঞ্জাব কিংস (১১ ম্যাচে ১৫ পয়েন্ট)
দু’টি ম্যাচ জিতলে তবেই প্লে-অফ নিশ্চিত হবে পঞ্জাবে। এই মুহূর্তে প্লে-অফে ওঠার জন্য ১৭ পয়েন্ট নিশ্চিত নয়। কারণ, পঞ্জাব যদি রাজস্থানকে হারায় এবং দিল্লি ও মুম্বইয়ের কাছে হারে, দিল্লি যদি গুজরাতকে হারায় এবং মুম্বইয়ের কাছে হারে, তখন বেঙ্গালুরু, গুজরাত, মুম্বই, দিল্লি এবং পঞ্জাব — সব ক’টি দলই শেষ করবে ১৭ বা তার বেশি পয়েন্টে।

মুম্বই ইন্ডিয়ান্স (১২ ম্যাচে ১৪ পয়েন্ট)
গুজরাতের কাছে হারলেও মুম্বইয়ের ভাগ্য এখনও নিজের হাতে রয়েছে। শেষ দু’টি ম্যাচে জিতলে প্লে-অফ নিশ্চিত হবে। একটিতে জিতলে বাকি দলগুলির দিকে তাকিয়ে থাকতে হবে। তবে রান রেট (১.১৫৬) ভাল থাকায় মুম্বই বাড়তি সুবিধা পেতে পারে।

দিল্লি ক্যাপিটালস (১১ ম্যাচে ১৩ পয়েন্ট)
হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় দিল্লি গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট পেয়েছে। ১৫ পয়েন্ট পেলেও প্লে-অফের দৌড়ে থাকতে পারবে, যদি বাকি দলগুলির ফল তাদের পক্ষে যায়। তিনটি ম্যাচেই জিতলে তাদের প্লে-অফ নিশ্চিত হয়ে যাবে।

কলকাতা নাইট রাইডার্স (১২ ম্যাচে ১১ পয়েন্ট)
কলকাতা প্রায় বিদায়ের মুখে। অঙ্কের হিসাবে অবশ্য ক্ষীণ সম্ভাবনা বেঁচে। তারা সর্বোচ্চ ১৫ পয়েন্টে যেতে পারে। কিন্তু দু’টি দলের ইতিমধ্যেই ১৫ পয়েন্টের বেশি রয়েছে।

লখনউ সুপার জায়ান্টস (১১ ম্যাচে ১০ পয়েন্ট)
টানা তিনটি ম্যাচ হেরে বেশ চাপে রয়েছে লখনউ। শেষ পাঁচটির মধ্যে চারটি ম্যাচেই হেরেছে তারা। আপাতত লক্ষ্য বাকি তিনটি ম্যাচে জিতে ১৬ পয়েন্টে শেষ করা।

বাকি তিন দল সানরাইজার্স হায়দরাবাদ (১১ ম্যাচে ৭ পয়েন্ট), রাজস্থান রয়্যালস (১২ ম্যাচে ৬ পয়েন্ট) এবং চেন্নাই সুপার কিংস (১২ ম্যাচে ৬ পয়েন্ট)-এর প্লে-অফে ওঠার আর সুযোগ নেই।