ভারতীয় দলের নতুন কোচ কি তাহলে যুবরাজ সিং?

বর্তমানে ভারতীয় ক্রিকেট দল এক গুরুত্বপূর্ণ রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। সিনিয়র খেলোয়াড়দের বিদায় ও নতুন প্রজন্মের আগমনে দল গঠনের পাশাপাশি কোচিং কাঠামো নিয়েও আলোচনা রয়েছে তুঙ্গে।

ভারতীয় দলের ভবিষ্যৎ গড়তে ‘সিক্সার কিং’ যুবরাজ সিংকে ব্যাটিং কোচ অথবা টেস্ট দলের কোচ হিসেবে দায়িত্ব দেওয়া উচিত। মন্টি পানেসারের এই প্রস্তাবের পেছনে রয়েছে বাস্তব অভিজ্ঞতা ও যুক্তি। অবসর গ্রহণের পরও যুবরাজ সিং নিজেকে ক্রিকেটের সঙ্গে যুক্ত রেখেছেন।বিশেষ করে তিনি পর্দার আড়ালে থেকে ভারতের দুই তরুণ প্রতিভা শুভমন গিল ও অভিষেক শর্মার উন্নতিতে বড় ভূমিকা পালন করেছেন।

অভিষেক শর্মার ক্ষেত্রে যুবরাজের প্রভাব আরও বেশি চোখে পড়ে। পানেসারের মতে, যুবরাজ তরুণ ক্রিকেটারদের শুধু টেকনিক নয়, আন্তর্জাতিক স্তরের চাপ সামলানোর মানসিক প্রস্তুতিও দিতে পারেন, যা আজকের দিনে অত্যন্ত জরুরি।পানেসার আরও মনে করেন, যুবরাজ সিংয়ের জীবনসংগ্রাম তাঁকে আলাদা করে তোলে। ক্যানসারের মতো মারণ রোগকে জয় করে মাঠে ফিরে এসে বিশ্বকাপ জয়, এই অভিজ্ঞতা তাঁর মানসিক দৃঢ়তার প্রমাণ।