সিবিআই নোটিস পাঠালে দেখা যাবে, বললেন অনুব্রতর আইনজীবী

১৭ দিন হাসপাতালের বেডে শুয়ে থাকার পর অবশেষে শুক্রবার ২২ এপ্রিল সন্ধ্যে ৮ টা নাগাদ এসএসকেএম ছাড়া পান অনুব্রত মণ্ডল। এবং ঘরে ফেরার ১২ ঘণ্টা কাটতে না কাটতেই CBI’এর জোড়া তলব পান তৃণমূল এই হেভিওয়েট নেতা। কিন্তু শেষপর্যন্ত শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে যান তিনি। সেই প্রেক্ষিতে রবিবার সিজিও কমপ্লেক্সে পাঠানো হয় ইমেল। এবিষয়ে অনুব্রত মণ্ডলের আইনজীবী জানিয়েছেন, শনিবারের থেকেও বেশি অসুস্থ রয়েছেন তিনি। তাই ফের চিকিত্‍সকদের পরামর্শ নেওয়া হচ্ছে। সেইসঙ্গেই আইনজীবীর দাবি, সিবিআইয়ের কাছ থেকে নতুন কোনও মেল আসেনি। তিনি জানান, ‘ বুকে ব্যথা প্রচণ্ড, দুটো আর্টারি ব্লকেজ, শ্বাসকষ্ট অনেক বেড়েছে, কালকের পর থেকে শরীর আরও খারাপ, সিবিআই নোটিস পাঠালে দেখা যাবে, সিবিআই এসে জিজ্ঞাসাবাদ করলে সহযোগিতা করব ‘

উল্লেখ্য, ৬ এপ্রিল গরুপাচার মামলায় বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে পঞ্চমবারের জন্য তলব করেছিল CBI। কিন্তু সেদিন শেষমুহূর্তে, নাটকীয়ভাবে, নিজাম প্যালেসের দিকে যেতে যেতেও আচমকা এসএসকেএম হাসপাতালের দিকে ঘুরে যায় তাঁর গাড়ি। এরপর হাসপাতালে ১৭ দিন থাকার পর ষষ্ঠবারের জন্য আবারও তলব পান মমতার মুকুটহীন এই সম্রাট।