ঘটতে চলেছে অপেক্ষার অবসান। আগামী পরশু অর্থাৎ ৩০ তারিখ অক্ষয় তৃতীয়ার শুভ দিন উপলক্ষে উদ্বোধন হতে চলেছে দিঘার জগন্নাথ মন্দির। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে নতুন মন্দির চত্বর। মূলত তিনটি ধাপে মন্দিরে বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা হবে।
এ বিষয়ে মুখ খুলেছেন ইসকনের সহ সভাপতি রাধারমণ দাস, যিনি কিনা নবনির্মিত জগন্নাথ মন্দিরের ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্যও বটে। এই সম্পূর্ণ প্রক্রিয়ায় বিশেষ ভূমিকা রয়েছে ইসকনের। প্রথমে ঘট স্থাপন, তারপর কুণ্ড এবং তারপর প্রতিবিম্ব।
এই পুরো প্রক্রিয়া সম্পন্ন করার জন্য পুরী থেকে বেশ কয়েকজন পান্ডা এসেছেন বলে জানা গিয়েছে। মন্দিরের ভেতরে কাঠের জগন্নাথ দেবে প্রাণ প্রতিষ্ঠা করবেন পান্ডারা। আর পাথরের বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা করবে ইসকন। পাথরের জগন্নাথ দেবের এবং রাধা কৃষ্ণ দুই বিগ্রহই রয়েছে।