জলপাইগুড়ি পুরসভার পক্ষ থেকে জেলা পরিষদ ভবনে ডেঙ্গু বিজয় সভার আয়োজন

জলপাইগুড়ি পুরসভা এলাকায় ডেঙ্গু প্রতিরোধের‌ জন্য সরকারি দায়িত্বপ্রাপ্ত কর্মীরা নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করছেন না। শহরের ডেঙ্গু প্রতিরোধের জন্য যে দায়িত্ব তাদের দেওয়া হয়েছিল তেমন কোন‌ও কাজ পালন করছেন না তারা। চাঞ্চল্যকর এই অভিযোগ করলেন খোদ পুরসভার এক্সিকিউটিভ অফিসার। জলপাইগুড়ি পুরসভার পক্ষ থেকে জেলা পরিষদ ভবনে ডেঙ্গু বিজয় সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন পুরসভার এক্সিকিউটিভ অফিসার দেবদুলাল পাত্র‌ সহ অন্যান্য আধিকারিকরা।

ডেঙ্গু বিজয় অভিযানের মধ্য দিয়ে মূলত জলপাইগুড়ি শহরকে ডেঙ্গু মুক্ত রাখার সঙ্কল্প নেওয়া হয় পুরসভার পক্ষ থেকে। ডেঙ্গু বিজয় অভিযানের সঙ্গে যুক্ত থাকা পুরসভার হাউস টু হাউস মেম্বার এবং হাউস টু হাউস সুপারভাইজারদের তৎপরতার সঙ্গে কাজ করার নির্দেশ দেওয়া হয়। কয়েক সপ্তাহ আগে জলপাইগুড়ি শহরে হঠাৎ করে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে। চলতি বছরে ইতিমধ্যেই বেশ কয়েকজন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

এজন্য ডেঙ্গু নিয়ন্ত্রণে জলপাইগুড়ি পুরকর্তৃপক্ষ তৎপর হলেও পুরসভার হাউস টু হাউস মেম্বার এবং হাউস টু হাউস সুপারভাইজারদের সঠিকভাবে দায়িত্ব পালন করতে না দেখে রীতিমতো উষ্মা প্রকাশ করেন পুরসভার এক্সিকিউটিভ অফিসার দেবদুলাল পাত্র‌। সভায় বক্তব্য রাখতে গিয়ে স্পষ্টতই তিনি জানিয়ে দেন পুরসভা এলাকায় ডেঙ্গু প্রতিরোধের‌ জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মীরা নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করছেন না। এজন্য শহরের ডেঙ্গু প্রতিরোধের কাজ সঠিকভাবে হচ্ছে না।