শনিবার জলপাইগুড়ি শহর সংলগ্ন পাহাড়পুর মোড়ের এই বেসরকারি হাসপাতালে আয়োজন করা হল রক্তদান শিবিরের। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং বহু সহৃদয় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সাফল্যের মুখ দেখল এই শিবির।
জানা গিয়েছে, হাসপাতালে রক্তের অপ্রতুলতা মেটাতেই এই পদক্ষেপ। নার্সিংহোমের এক চিকিৎসক জানান, রক্তের চাহিদা প্রায়শই বাড়ে, আর সেই সংকট দূর করতেই এই রক্তদান শিবির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্মশ্রী সম্মানে ভূষিত করিমুল হক।
নার্সিংহোমের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি স্থানীয় মানুষেরাও স্বেচ্ছায় রক্তদান করেন। আয়োজকরা জানিয়েছেন, এই ধরনের সামাজিক উদ্যোগ আগামীদিনেও নিয়মিত চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
