আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে জলপাইগুড়ি পুলিশের নানান কর্মসূচি

বৃহস্পতিবার ২৬ শে জুন বিশ্ব ব্যাপী এই দিনটিকে পালন করা হয় মাদক বিরোধী দিবস রূপে। এই উপলক্ষে জলপাইগুড়ি জেলা পুলিশের পক্ষ থেকে সমগ্র জেলা জুড়ে ,ম্যারাথন দৌড়,সেমিনার, ছাত্র ছাত্রীদের নিয়ে শোভাযাত্রা এই ধরনের বিশেষ মাদক বিরোধী সচেতনতা মূলক কর্মসূচি পালন করা হয়।

এই প্রসঙ্গে জেলা পুলিশ সুপার উমেশ খন্ড বাহালে জানান,বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে আজ সাড়া বিশ্বের সঙ্গে মাদক বিরোধী দিবস যথাযথ ভাবে উদযাপন করার পাশাপাশি মাদক বিরোধী প্রচার করে চলেছি।