ছয়টি টোটো গাড়ি ও আটটি সাইকেল সহ চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধার করলেন জলপাইগুড়ি পুলিশ

ছয়টি টোটো গাড়ি ও আটটি সাইকেল সহ চুরি যাওয়া প্রচুর দামী জিনিসপত্র উদ্ধার করেছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। উদ্ধার করা হয়েছে একটি দশ‌ গ্রামের সোনার চেন। চুরি‌ ও ছিনতাইয়ের ঘটনায় বিভিন্ন এলাকা থেকে ইতিমধ্যেই বেশ কয়েকজন দুষ্কৃতীকে পুলিশ গ্রেপ্তার করেছে।

জলপাইগুড়ি শহরে একের‌ পর এক চুরি ও ছিনতাই ঘটনায় অতিষ্ঠ হয়ে উঠেছেন শহরের মানুষ। এক‌ই পরিস্থিতি কোতোয়ালি থানার পুলিশের কর্মকর্তাদের‌ও। এর বিরুদ্ধে গত কয়েকদিন ধরে লাগাতার অভিযান চালানো হয়। উদ্ধার হয়েছে চুরি যাওয়া ছয়টি টোটো গাড়ি ও আটটি সাইকেল সহ একটি সোনার চেন।

জানা গেছে চেনটি‌ এক মহিলার গলা থেকে ছিনতাই করা হয়েছিল। বুধবার জলপাইগুড়ি কোতোয়ালি থানার পক্ষ থেকে উদ্ধার হ‌ওয়া‌ সমস্ত সামগ্রী তুলে দেওয়া হয় আসল মালিকদের হাতে।