কনকনে ঠান্ডায় জবুথবু জলপাইগুড়িবাসী

ঘন কুয়াশায় ঢাকা রয়েছে জলপাইগুড়ি। শীতের দাপট বাড়ছে। ঠান্ডায় জুব-থুবু জেলাবাসী। সেইসঙ্গে কুয়াশায় মোড়া চারদিক। গত কয়েকদিন ধরেই তাপমাত্রা ১০- ১২ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে। কুয়াশার কারণে দুর্ঘটনা রুখতে বিশেষ সতর্ক ট্রাফিক পুলিশ।

হাইওয়েতে গাড়ি থামিয়ে চালকদের চা, জল খাওয়ানো হচ্ছে। গতি নিয়ন্ত্রণের পাশাপাশি গাড়ির হেড লাইট জ্বলে চলাচল করতে বলা হচ্ছে পুলিশের তরফে। অনেকটাই দেরিতে খুলছে দোকানপাট।

তবে ভোর থেকে ভিড় জমছে চায়ের দোকানে। রাস্তার মোড়ে মোড়ে আগুন পোহাতে দেখা যাচ্ছে মানুষজনকে। তবে ঠান্ডার এই আমেজ উপভোগ করতে ডুয়ার্সে ভিড় জমাচ্ছেন পর্যটকরা।