একটানা বৃষ্টিতে জলমগ্ন জলপাইগুড়ি

জলপাইগুড়ি শহরের ইন্দারাগান্ধী কলোনি বাজার সংলগ্ন এলাকা জলমগ্ন। টানা বৃষ্টিতে শহরের বেশ কিছু জায়গায় জল দাঁড়িয়ে যায়। ফলে সমস্যা বাসিন্দারা। একটানা ভারী বৃষ্টির জেরে জলপাইগুড়ি শহরের ইন্দিরাগান্ধী বাজার সংলগ্ন কলোনি কম্পোজিট কমপ্লেক্স এর বেশ কিছু জায়গায় জল জমে যায়।

চরম সমস্যা নিত্য যাত্রী থেকে এলাকার বাসিন্দাদের পাশাপাশি ব্যবসায়ী। ড্রেন এর ব্যবস্থা ঠিকঠাক না থাকা দরুন জল দাঁড়িয়ে থাকছে ফলে রাস্তার উপরে জল জমে যাতায়াতের  চরম ভোগান্তি বলে অভিযোগ বাসিন্দাদের। টানা বৃষ্টির কারণে শুক্রবার সকাল নাগাদ রাস্তাঘাটে, হাটে বাজারে লোকজন অনেকটাই কম লক্ষ্য করা যায়।