শহরের যানজট ও পথচারীদের সমস্যা কমাতে এবার কড়া পদক্ষেপ শিলিগুড়ি ট্রাফিক পুলিশের। আজ সকালে জলপাইমোড় এলাকায় শুরু হয়েছে বিশেষ অভিযান।
ফুটপাত দখল করে বসে থাকা হকার এবং অবৈধভাবে পার্কিং করা গাড়ির বিরুদ্ধে অভিযান চালায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। অভিযানে উপস্থিত ছিলেন জলপাইমোড় ট্রাফিক গার্ডের আধিকারিকরা। সরানো হয়েছে বহু ঠেলাগাড়ি ও ফুটপাত দখল করে রাখা দোকান।
যান চলাচল স্বাভাবিক রাখতে সতর্ক করা হয়েছে হকারদের। পুনরায় ফুটপাত দখল করলে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে পুলিশের তরফে।
