বর্তমানে জম্মু-কাশ্মীরে চলছে বার্ষিক অমরনাথ যাত্রা, আর সেই যাত্রার পথে দেখা যাচ্ছে একের পর এক অনুপ্রেরণাদায়ক গল্প। কেউ সাইকেলে, কেউ দলবেঁধে, আবার কেউ একা — সবাই বাবা বরফানীর দর্শনের জন্য এগিয়ে চলেছে। সেই তালিকায় এবার নাম লেখালো শুভম কুমার, জম্মুর তোপশেরখানিয়া এলাকার এক তরুণ, যিনি একা ও সম্পূর্ণ পায়ে হেঁটে অমরনাথ যাত্রায় বেরিয়ে পড়েছে।
সে পৌঁছেছে উধমপুর, যেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জানান – “একা বেরিয়েছি বাবা অমরনাথের দর্শনের উদ্দেশ্যে ও সম্পূর্ণ হাঁটতে হাঁটতেই যাবো।”
সে আরও জানায়, এর আগেও সে কেদারনাথ ধামে পায়ে হেঁটে গিয়েছে এবার বাবা বরফানীর টানে আবার পথে নেমেছে শুভম কুমার।
শুভম আরো জানাই, “পরিবার আমার জন্য চিন্তা করে, যদি পথে কিছু হয়। কিন্তু আমি বলি, যদি বাবার ইচ্ছা হয় আমায় নেওয়ার, তবে তিনি আমায় ঘর থেকেও নিতে পারেন। তাই আমি আমার জীবন ঈশ্বরের শরণে সমর্পণ করে এগিয়ে চলেছি।”
শুভমের জীবনসংগ্রামও অনুপ্রেরণাদায়ক। জন্মের পরেই বাবার মৃত্যু হয়, মা-ই তাঁকে বড় করেছে। তাঁর মা-ই তাঁর শক্তি ও প্রেরণা। ঈশ্বরে ভরসা রেখেই সে প্রায়শই এইরকম পদযাত্রায় অংশ নেন।
তরুণ প্রজন্মকে বার্তা দিয়ে শুভম বললে “ভগবানের উপর বিশ্বাস রাখুন, মায়ের আশীর্বাদ নিন, কঠোর পরিশ্রম করুন ও নেশা থেকে দূরে থাকুন। তবেই জীবনে সঠিক পথে এগিয়ে যাওয়া সম্ভব।”
