ভারতের প্রিমিয়াম ক্লাসিক মোটরসাইকেল বাজারে নিজেদের আধিপত্য আরও সুদৃঢ় করতে বড় পদক্ষেপ নিয়েছে জাওয়া ইয়েজদি মোটরসাইকেলস। ২০২৫ সালের উৎসবের মরসুমে শোরুমগুলোতে রেকর্ড বিক্রির পর, কোম্পানির জনপ্রিয় দুটি মডেল ২০২৫ ইয়েজদি অ্যাডভেঞ্চার এবং ২০২৫ ইয়েজদি রোডস্টার এখন থেকে ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজন এবং ফ্লিপকার্টে পাওয়া যাবে। ডিজিটাল ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ককে আরও শক্তিশালী করতে কোম্পানি এই সিদ্ধান্ত নিয়েছে। এই উদ্যোগের ফলে গ্রাহকরা এখন ঘরে বসেই নিজেদের পছন্দের বাইক বুক করতে পারবেন। জাওয়া ইয়েজদি মোটরসাইকেলসের কো-ফাউন্ডার অনুপম থারেজা বলেন, “অ্যামাজন ও ফ্লিপকার্টে আমাদের জনপ্রিয় দুটি মডেলের অন্তর্ভুক্তি ভারতের বাইক প্রেমীদের জন্য এক রোমাঞ্চকর অভিজ্ঞতা হবে। আমরা গ্রাহকের কেনাকাটার প্রক্রিয়াকে আরও সহজ করতে চাই, যাতে ডিলাররা দ্রুত বাইকটি তাঁদের হাতে তুলে দিতে পারেন।”
অনলাইনে বাইউক কিনতে সবার আগে অ্যামাজন বা ফ্লিপকার্টে গিয়ে এক্স-শোরুম বুকিং অ্যামাউন্ট প্রদান করতে হবে। তারপর অনুমোদিত স্থানীয় ডিলার অর্ডারটি নিশ্চিত করবেন এবং পরবর্তী পেমেন্টের বিষয়ে গাইড করবেন। একদম শেষে রেজিস্ট্রেশন ও বিমা ডিলারশিপেই সম্পন্ন হবে এবং সেখান থেকেই বাইকটি ডেলিভারি নেওয়া যাবে। অ্যামাজনে ক্রেডিট কার্ডের মাধ্যমে ৬,৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং প্রাইম মেম্বারদের জন্য বিশেষ সুবিধা থাকছে। অন্যদিকে, ফ্লিপকার্টে ব্যাংক অফারের মাধ্যমে ১০,০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ রয়েছে। জাওয়া ইয়েজদির সমস্ত বাইক এখন ৪ বছর বা ৫০,০০০ কিমি স্ট্যান্ডার্ড ওয়ারেন্টি এবং ১ বছরের রোডসাইড অ্যাসিস্ট্যান্সের আওতাভুক্ত। দেশের ৪৪টি শহরের ৫৫টি ডিলারশিপের মাধ্যমে এই অনলাইন পরিষেবাটি চালু করা হয়েছে, যার মধ্যে পশ্চিমবঙ্গের মালদা ও দুর্গাপুরও অন্তর্ভুক্ত রয়েছে।
